Search This Blog

Time & Tense by Mr. Barun Ray (M.A.)


v    Time & Tense :  ক্রিয়া সম্পন্ন হওয়া্র সময় কে অথবা কাজের সময়ের ব্যবধ্যান কে Tense বলে।
      Tense তিন প্রকার। যথাঃ        a)Present Tense    b)Past Tense    c) Future Tense
*    a) Present Tense চার প্রকার যথাঃ        i) present Indefinite Tense
          ii) Present Continuous Tense
                                                                               iii) Present Perfect Tense
          iv) Present Perfect Continuous Tense
*    b) Past Tense চার প্রকার যথাঃ             i) Past Indefinite Tense
         ii) Past Continuous Tense
         iii) Past Perfect Tense
         iv) Past Perfect Continuous Tense
*    c) Future Tense  চার প্রকার যথাঃ         i) Future Indefinite Tense
           ii)Future Continuous Tense
                                                                               iii) Future Perfect Tense
                                                                               iv) Future Perfect Continuous Tense
                    
                     Present Indefinite Tense/Simple Present Tense
§  বর্তমান কালে কোনো কাজ যদি সাধারন ভাবে হয় বা বর্তমানের কোনো অভ্যাস গত কাজ বা নিত্যসত্য কাজ বোঝালে তাকে Present Indefinite Tense বলে।
Ø এই Tense এর মূল Verb টি Present form- হয়
Ø এই Tense- কর্তা যদি Third Person Singular Number হয় তবে Verb এর শেষে s বা es যুক্ত হয়।
Ø এই Tense এর কোনো সাহায্য কারী verb নেই।
                                [ বাংলা ক্রিয়ার টি থাকবে-করি,খাই,যাই,খেলি,পড়ি,ঘুমাই etc.]

        Person
        Singular
          Plural
        1st personè
      I-আমি
      We-আমরা
        2nd personè
     You-তুমি
      You-তোমরা
        3rd personè
 He/She/It/Ram&etc
      They-তাহারা
          [ Subject-কর্তা, Object-কর্ম, Verb-ক্রিয়া ]                          Formation—[Sub+verb+object]
*    সাধারন কাজ  :  আমি   ফুটবল   খেলি -     I       play    foot ball.
§  কর্তা     কর্ম     ক্রিয়া     কর্তা    ক্রিয়া    কর্ম
§  আমরা ফুটবল খেলি – We play foot ball.
§  তুমি ফুটবল খেল-You play foot ball.
§  সে ফুটবল খেলে- He/She plays foot ball.
*    বর্তমানের অভ্যাসগত কাজ : আমি প্রত্যহ সকালে ফুটবল খেলি-I play foot ball everyday in the morning.
·        সে প্রত্যহ সকালে চা পান করে-He drinks tea everyday in the morning.
*    নিত্যসত্য কাজ : সূর্য পূর্ব দিকে ওঠে-The sun rises in the east.    
o সূর্য পশ্চিম দিকে অস্তযায়-The Sun sets in the West.
                                             
                               Present Continuous Tense
§  বর্তমান কালে কোন কাজ বা ঘটনা হইতেছে, চলিতেছে, ঘটিতেছে বা হছে, চলছে, ঘটছেএই রুপ বোঝালে তাকে Present Continuous Tense বলে।

Ø এই Tense এর সাহায্য কারী Verb – Am, Is এবং Are.
Ø এই Tense এর মূল Verb এর সঙ্গে ing যুক্ত হয়।
Ø এই Tense এর ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে বা ছি,,ছে প্রভৃতি থাকে।

[I am, we are, you are, he is, she is, Ram is, The Sun is, they are  ]                                                                                    
      যেমনঃ                                  [Subject+aux-v+verb+ing+object]

         আমি কাজটি করিতেছি-I am doing the work.           
         আমরা কাজটি করিতেছি-We are doing the work.
         তুমি কাজটি করিতেছ- You are doing the work.
         তোমরা কাজটি করিতেছ-You are doing the work.     
সে কাজটি করিতেছে-He/She is doing the work.                                                   
তাহারা কাজটি করিতেছে-They are doing the work.
রাম ফুটবল খেলিতেছে-Ram is playing football.
পাখিটি আকাশে উড়িতেছে-The bird is flying in the sky.

                                             Present Perfect Tense
§  কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে বোঝালে তাকে Present Perfect Tense বলে।
Ø এই Tense এর সাহায্যকারী verb হল have এবং has.
Ø এই Tense এর মূল verb টি past participle form- হয়।
[বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছে, ইয়াছ বা এছি, এছ, এছে প্রভৃতি।
[ I have, we have, you have, he has, she has, Ram has, they have]


[Sub+aux-v+verb(p.p)+object]

 যেমনঃ আমি ভাত খাইয়াছি(খেয়েছি)-- I have eaten rice.
 আমরা ভাত খাইয়াছি(খেয়েছি)-We have eaten rice.                   
 তুমি ভাত খাইয়াছ(খেয়েছ)-You have eaten rice.
 তোমরা ভাত খাইয়াছ(খেয়েছ)—You have eaten rice.
সে ভাত খাইয়াছে(খেয়েছে)—He/She has eaten rice. তাহারা ভাত খাইয়াছে(খেয়েছে)—They have eaten rice.

                                        Present Perfect Continuous Tense
§  কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বর্তমান কালেও চলছে এই রুপ বোঝালে তাকে Present Perfect Continuous Tense বলে।
Ø এই Tense এর সাহায্যকারী Verb হল Have been এবং Has been.

Ø এই Tense এর মূল Verb এর সঙ্গে ing যুক্ত হয়।
Ø একটি সময় ধরে কোন কাজ চলিতেছে বোঝালেই Present Perfect Continuous Tense হয়।

[ I have been, we have been, you have been, he has been, she has been, it has been, they have been ]

যেমনঃ                                   [Sub+auxv+verb+ing+object]
আমি চার বছর ধরে ক্রিকেট খেলছি(খেলিতেছি)—I have been playing cricket for four years.
আমরা তিন বছর ধরে বার্নিয়া উচ্চ বিদ্যালয়ে পড়িতেছি—We have been reading in Barnia High School for three years.
তাহারা তিন দিন যাবৎ একটি গান গাইছে-They have been singing a song for three days.
আমিনা দুই দিন ধরে জরে ভুগছে—Amina has been suffering from fiver for two days.
                           
                        Past Indefinite Tense/Simple Past Tense
§  অতীতকালে কোনো কাজ হয়েছিল,ঘটেছিল অথবা অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝালে তাকে Past Indefinite Tense বলে।
Ø  এই Tense এর কোনো সাহায্য কারী verb নেই।
Ø  এই Tense এর মূল verb টি past form- হয়।                           [subject + verb(past) +object]
    যেমন:

     আমি ফুটবল খেলছিলাম—I played football.
     আমরা ফুটবল খেলছিলাম—We played football.
     তুমি ফুটবল খেলেছিলে-You played football.
     তোমরা ফুটবল খেলেছিলে-You played football.
     সে ভাত খেয়েছিল—He/She ate rice.
 তাহারা ভাত খেয়েছিল—They ate rice
.সে প্রত্যহ সকালে ভাত খেত-He/She ate rich   everyday in the morning.


                                   Past Continuous Tense
§  অতীতকালে কোনো কাজ চলিতেছিল ,হইতেছিল বা ঘটিতেছিল এইরুপ বোঝালে তাকে Past Continuous Tense বলে।
Ø এই Tense সাহায্যকারী Verb হল Was এবং Were.
Ø এই Tense এর মূল Verb এর সঙ্গে ing যুক্ত হয়।
Ø এই Tense এর ক্রিয়ার রুপটি তেছিলাম,তেছিল,তেছিলে প্রভৃতি থাকে।

[Subject+aux-v+verb+ing+object]

[ I was, we were, you were, he was, she was, it was, they were]


যেমন: আমি কাজটি করিতেছিলাম—I was doing the work.
আমরা কাজটি করছিলাম—We were doing the work.
তুমি ভাত খাইতেছিলে—You were eating rice.


তোমরা ফুটবল খেলিতেছিল—You were playing football.
সে একটি গান গাইতেছিল—She was singing a song.
তাহারা ঘুমাইতেছিল—They were sleeping.

                                          
                               Past Perfect Tense
 অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটি Past Perfect Tense এর নিয়মে হয় এবং অপরকাজটি Past Indefinite Tense এর নিয়মে হয়।
Ø এই Tense এর সাহায্যকারী Verb হল শুধুমাত্র had.
Ø এই Tense এর মূল verb টি Past Participle Form – হয়।

[I had, we had, you had, he had , she had, it had, they had]

[Subject+aux-v+verb(p.p)+object]

যেমনঃ আমি ভাত খাবার পূর্বে সে ভাত খেয়েছিল--He had eaten rice before I came.
আমরা আসিবার পূর্বে সে ফুটবল খেলেছিল--He had played football before we came.
তুমি নাচিবার পূর্বে আমি ভাত খেয়েছিলাম—I has eaten rice before you danced.
সে ঘুমাইবার পূর্বে আমরা একটি গান গেয়েছিলাম—We had sung a song before she/he slept.
No sooner----than এর ব্যবহার এই Tense-
No sooner had the film started than we began to cry.
                                  Past Perfect Continuous Tense
§  অতীত কালে কোনো কাজ একটি বিশেষ সময় ধরে চলিতেছিল তাকে Past Perfect Continuous Tense বলে।
অথবা  অতীত কালের কোনো দুটি শেষ হওয়া কাজের মধ্যে যে কাজটি একটি সময় ধরে চলিতেছিল বা চলছিল সেই কাজটি Past Perfect Continuous Tense বলে ; অপর কাজটি Past Indefinite Tense হয়
Ø এই Tense এর সাহায্যকারী Verb হল Had been.
Ø এই Tense এর মূল Verb টির সঙ্গে ing যুক্ত হয়।
[I had been, we had been, you had been, she had been, he had been, it had been , they had been.]

যেমনঃ                   [Subject+aux-v+verb+ing+object]        
ওই সময় আবির তিন বছর ধরে ফুটবল খেলছিল/খেলিতেছিল-At that time Abir had been playing football for three years.
আমি আসিবার পূর্বে সে একটি গানগাইতেছিল—She had been singing a song before I came.
সে আসিবার পূর্বে আমি ভাত খাইতেছিলাম—I had been eating rice before he came.
বিমলবাবু এখানে তিন বছর ধরে শিক্ষকতা করছিলেন-Bimal babu had been teaching here for three years.
                                  
             Future Indefinite Tense/Simple Future Tense
§  ভবিষ্যৎ কালে কোনো কাজ ঘটবে বোঝালে তাকে Future Indefinite Tense বলে।
Ø এই Tense এর সাহায্যকারী verb হল Shall এবং Will.
Ø এই Tense এর মূল verb টি Present form-এ হয়।
[I shall, we shall, you will, he will, she will, it will, Ram will, they weill ]

 যেমনঃ                                                                                  [Sub+aux-v+Verb+object]

আমি বিদ্যালয়ে যাব—I shall go to school.
আমরা বাড়ি যাব—We shall go home.
তুমি ভাত খাবে—You will eat rice.
তোমরা ক্রিকেট খেলবে—You will play cricket.
সে একটি গান গাইবে—He/She will sing a song.
তাহারা বিদ্যালয়ে যাবে—They will go to school.


*    যদি দৃঢ় প্রতিজ্ঞা বোঝায় -
[I will, we will, you shall, she shall, he shall, they shall]


যেমনঃ আমি বিদ্যালয়ে যাবই—I will go to school.
আমরা ভাত খাবই—We will rice.

তুমি কাজটি করবেই—You shall do the work.
সে নিশ্চই আসবে—He shall come.

*    নিকট ভবিষ্যৎ বোঝাতে Future Indefinite Tense এর পরিবর্তে Present Continuous Tense হয়।
যেমনঃ আমি আজ বিকালে কোলকাতা যাব—I am going to Kolkata this afternoon.
সে আগামীকাল বিদ্যালয়ে যাবে—He/She is going to school tomorrow.
                                                
                                          Future Continuous Tense
ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটিতে থাকিবে , হইতে থাকিবে বা চলিতে থাকিবে(থাকবে) এই রুপ বোঝাইলে তাকে Future Continuous Tense বলে।
Ø  এই Tense এর সাহায্যকারী verb হল Shall be এবং Will be.
Ø  এই Tense এর মূল verb এর সংঙ্গে ing হয়।
[I shall be, we shall be, you will be, she will be, he will be, they will be ]

যেমনঃ                 [Sub+aux-v+Verb+ing+Obj]
আমি ফুটবল খেলতে থাকব—I shall be playing football.
আমরা ভাত খেতে থাকবে—We shall be eating rice.
তুমি একটি গান গাইতে থাকিবে—You will be singing a song.
সে কাজটি করিতে থাকিবে—He will be doing the work.
তাহারা ঘুমাইতে থাকিবে—They will be sleeping.
                                       Future Perfect Tense
§  ভবিষ্যৎকালে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝালে অথবা ভবিষ্যৎ কালের কোনো দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি Future Perfect Tese হবে এবং অপর কাজটি Present Indefinite Tense –এ হবে।
Ø এই Tense এর সাহায্যকারী verb হল Shall have এবং Will have.
Ø এই Tense এর মূল verb টি Past Participle form –এ হয়।

[I shall have, we shall have, you will have, he will have, they will have]
      
যেমনঃ                      [Subject+aux-v+Verb(p.p)+Object]
       ওই সময়ের মধ্যে আমি কাজটি করে রাখব—I shall have done the work by that time.
       সে আসিবার আগে আমি একটি গান গাইব—I shall have sung a song before he comes.
                      Future Perfect Continuous Tense
ভবিষ্যৎ কালে একটি নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকবে তাকে Future Perfect Continuous Tense বলে। বা ভবিষ্যৎ কালের কোনো দুটি কাজের মধ্যে যে কাজটি আগে একটি সময় ধরে চলতে থাকবে সেইটি Future Perfect Continuous Tense হয় এবং অপর কাজটি Present Indefinite Tense হয়।
Ø এই Tense এর সাহায্যকারী verb হল Shall have been এবং Will have been.
Ø এই Tense এর মূল verb এর সঙ্গে ing হয়।
[I shall have been, we shall have been, you will have been, he will have been, they will have been]

Ø        [Sub+aux-v+Verb+ing+Obj]
যেমনঃ ওই সময়ে মধ্যে আমি একটি গান গাইতে থাকিব—I shall have been singing a song by that time.
শিক্ষক মহাশয় আসিবার পূর্বে আমি ইংরাজী পড়িতে থাকিব—I shall have been reading English before teacher comes.

No comments:

Heaven Of ENGLISH Studies

Sea Fever Questions & Answers

                                               Sea Fever 1. Name the poet and the poem from which this line has been taken.   Ans.   Th...