Present
Indefinite Tense – বাংলা ক্রিয়া খাই,যাই,খেলি,ঘুমাই প্রভৃতি থাকে।
কোনো
সাহায্যকারী verb নেই।
মূল Verb
Present form-এ হয়।
কর্তা third person singular number হয় তবে verb এর শেষে s বা es যুক্ত হয় ।
Present
Continuous Tense— বাংলা
ক্রিয়া তেছি,(করছি),তেছে,তেছ প্রভৃতি থাকে।
সাহায্যকারী verb হয় am, is,
are .
মুল verb এর সঙ্গে ing যুক্ত হয়।
Present Perfect Tense—বাংলা ক্রিয়া ইয়ছি, ইয়াছ, ইয়াছে
থাকে।
সাহায্যকারী verb হয় have, has.
মুল verb টি Past Participle form হয়।
Present Perfect Continuous Tense—একটি সময় ধরে চলিতেছে।
সাহায্যকারী verb হয়
have been, has been.
মুল verb এর সঙ্গে ing যুক্ত হয়।
Past Indefinite Tense—বাংলা ক্রিয়া ছিলাম, ছিল প্রভৃতি
থাকে।
কোনো সাহায্যকারী verb নেই।
মুল verb টি past form-এ হয়।
Past Continuous Tense—বাংলা ক্রিয়া তেছিলাম, তেছিলে,
তেছিল প্রভৃতি থাকে।
সাহায্যকারী verb হয় was, were.
মুল verb এর সঙ্গে ing যুক্ত হয়।
Past Perfect Tense—সাহায্যকারী verb হয় কেবলমাত্র
had.
মুল verb টি past participle form-এ হয়।
Past Perfect Continuous Tense—সাহায্যকারী verb হয় কেবলমাত্র had been.
মুল verb এর সঙ্গে ing যুক্ত হয়।
Future Indefinite Tense—বাংলা ক্রিয়ার শেষে ‘ব’ থাকে।
সাহায্যকারী verb হয় shall, will.
মূল
Verb Present form-এ হয়।
Future Continuous Tense—বাংলা ক্রিয়ার শেষে তেথাকিব,
তেথাকিবে প্রভৃতি থাকে।
সাহায্যকারী verb হয় shall be, will be.
মুল verb এর সঙ্গে ing যুক্ত হয়।
Future Perfect Tense—সাহায্যকারী verb হয় shall
have, will have.
মুল
verb টি past participle form-এ হয়।
Future Perfect Continuous Tense—সাহায্যকারী verb হয় shall have been, will have been.
মুল verb এর সঙ্গে ing যুক্ত হয়।
No comments:
Post a Comment